নারায়ণগঞ্জের সরকারি মহিলা কলেজের আওয়ামী লীগ ঘরানার অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলী ও ওএসডি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি দিয়েছে।
১৬ ফেব্রুয়ারী রবিবার দুপুরে শিক্ষার্থীদের কাছ থেকে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপি প্রদানের পর শিক্ষার্থীরা বলেন, দুইদিনের মধ্যে বদলী ও ওএসডি আদেশ বাতিল করা না হলে ১৮ ফেব্রুয়ারী সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হবে। অনার্সের ছাত্রী মেহজাবিনের নেতৃত্বে সাদিকা ইসলাম, লাবনী দীপা সহ ৩শ থেকে সাড়ে ৩শ শিক্ষার্থী এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।
জানা যায়, অধ্যক্ষ আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি মাগুরায়। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের মাধ্যমে নারায়ণগঞ্জ মহিলা কলেজে চাকরি পেয়েছে। ওই সরকার আমলেই দুর্নীতির দায়ে আবুল কালাম আজাদকে ওএসডি করা হয়।
তিনি স্বপরিবারে ফতুল্লার ভূইগড় এলাকায় রূপায়ন টাউনে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে বসবাস করতেন। আওয়ামীলীগ সরকার আমলে তার ছেলের সুন্নতে খৎনা অনুষ্ঠানে তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী, গডফাদার খ্যাত শামীম ওসমান ও সন্ত্রাসী শাহ নিজামকে রূপায়ন টাউনের বাসায় আমন্ত্রন করেন। তখন বিশাল আয়োজন করে রূপায়ন টাউনে বসবাসরতদের মধ্যে প্রভাব বিস্তার শুরু করেন।
এনিয়ে আবুল কালাম আজাদের সাথে তৎকালীন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরোধ দেখা দিলে পক্ষে বিপক্ষে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
আওয়ামী লীগের পতনের পর আবুল কালাম আজাদ স্বপরিবারে রূপায়ন ছেড়ে আত্মগোপন করেন।
উল্লেখ্য চলতি মাসের ১২ ফেব্রুয়ারী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ওএসডি করে মাউশিতে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর) সংযুক্ত করার আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :