News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বক্তাবলীতে মাদ্রাসা শিক্ষার্থীদের কার্যক্রমে বাধার অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১০:০৩ পিএম বক্তাবলীতে মাদ্রাসা শিক্ষার্থীদের কার্যক্রমে বাধার অভিযোগ

আধিপত্য বিস্তার করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় একটি মাদ্রাসায় প্রাক্তন ছাত্রদের সংগঠন প্রাক্তন ছাত্র ফোরামকে মাদ্রাসাটির অভ্যন্তরে সামাজিক কর্মকান্ড পরিচালনায় বাধা দেওয়া এবং তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর এলাকায় অবস্থিত ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসায় এলাকায় কয়েকজনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র এবং বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অভিভাবক প্রাক্তন ছাত্র ফোরামের আহবায়ক আবু বকর ছিদ্দিক।

অভিযুক্তদের মধ্যে একজন বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর হোসেন, অপরজন হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ফয়সাল এবং সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী বিশেষ পেশার পরিচয়দানকারী কাউসার। তানভীর হোসেন ও ফয়সাল ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী হলেও কাউসার উক্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটির কেউ নন এমনকি সে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীও ছিলেন না।

ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংঠগন প্রাক্তন ছাত্র ফোরামের আহবায়ক আবু বকর ছিদ্দিক জানান, আমার বাবা এই মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন, আমিও এই মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম, বর্তমানে আমার মেয়ে এই মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষার্থী। সেই হিসাবে আমি প্রাক্তন ছাত্র হওয়ার পাশাপাশি বর্তমানে একজন শিক্ষার্থীর অভিভবাকও। আমি এই মাদ্রাসার সাবেক ভিপি ছিলাম। ২০১৯ সালে আমি উক্ত মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রাক্তন ছাত্র ফোরাম নামে একটি সংগঠন গড়ে তুলি। সেই থেকে আমরা মাদ্রাসাটির বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত হয়েছি। প্রতিবছর আমি সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে থাকি। শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করি। মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আমি সহযোগিতা করে থাকি। কিন্তু হঠাৎ করেই আমাদের মাদ্রাসার অভ্যন্তরেই ঢুকতে দেওয়া হচ্ছেনা। তানভীর যে কিনা একসময় ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন, তার উচ্ছৃঙ্খল আচরণের কারণে শিবির থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। পরবর্তীতে সে ছাত্রদলের ইউনিয়নের সভাপতি হয়েছিলো। সেই তানভীর আমাদেরকে মাদ্রাসায় ঢুকতে বাঁধা দেওয়ার পাশাপাশি আমাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছেন যাতে করে আমরা মাদ্রাসায় ভেতরে প্রবেশ না করি। তানভীরের সাথে সহযোগী হিসেবে রয়েছেন ছাত্রলীগের ফয়সাল এবং একজন অয়ন ওসমানের নাম ব্যবহার করে বক্তাবলী এলাকায় প্রভাব বিস্তার করা কাউসার।

তিনি বলেন, এ বছর আমরা মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে ছিলাম সেটি করতে দেওয়া হয়নি। সেই সংবর্ধনা অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে গত ৮ ফেব্রুয়ারি আমরা সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে একটি শিক্ষা সফরের আয়োজন করেছিলাম। যা পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু তানভীর ফয়সালরা আমাদের সেই শিক্ষা সফরটি বাতিল করতে বাধ্য করে। তারা বলেন মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাদ্রাসার কয়েকজন সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন এই অবস্থায় আপনারা শিক্ষা সফরের নামে আনন্দ উল্লাস করতে যেতে পারেন না। এই বলে আমাদের শিক্ষা সফর বাতিল করে দেয়। কিন্তু ওই ৮ ফেব্রুয়ারিতেই মাদ্রাসার শুধুমাত্র নারী শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা সফর করা হয়েছে। যেই সফরে তানভীর, ফয়সাল ও কাউসারও সাথে ছিলেন। মেয়েদের শিক্ষা সফরে তারা কিভাবে সাথে গেলেন এমন প্রশ্ন করলে তারা আমাদের জানিয়েছেন যে তারা মেয়েদের নিরাপত্তা দিতে সাথে গিয়ে ছিলেন। গত ২২ ফেব্রুয়ারি সেখানে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রাক্তন ছাত্র ফোরামের পক্ষ থেকে ওই ওয়াজ মাহফিল আয়োজনের জন্য আর্থিক ভাবে সহযোগিতা করে অংশিদার হয়েছি। অথচ ওয়াজ মাহফিলের দিন আমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে।

প্রাক্তন ছাত্র ফোরামের আহবায়ক আবু বকর ছিদ্দিকের করা অভিযোগের বিষয়ে জানতে ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এস.এম রফিকুল ইসলামের সাথে কথা বলতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Islam's Group