ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিক্ষার কেন্দ্র সমূহে তথ্য ডেস্ক, অভিভাবকদের বসার ব্যবস্থা ও পানি নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার্কমীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই স্বেচ্ছাসেবী কাজ করা হয়।
পরীক্ষার প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলার সাতটি থানার বিভিন্ন কেন্দ্রে এই উদ্যোগ গ্রহণ করেছে জুলাই বিপ্লবের ছাত্র সংগঠনটি। এই তীব্র গরমের মাঝে এমন উদ্যোগের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে লক্ষণীয় স্বস্থি লক্ষ্য করা গিয়েছে।
তারা বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন " বর্তমান প্রজন্মের ছাত্র জনতা এ ধরণের ভালো ও সহযোগিতা মূলক কাজের মাধ্যমে দেশের স্বপ্ন পূরণে এগিয়ে যাবে এটাই আমাদের চাওয়া" আমরা নতুন প্রজন্মের ছাত্রজনতার জনহিতকর কাজে সবসময় পাশে থাকতে চাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক নিরব রায়হান ও সদস্য সচিব জাবেদ আলম জানান, "এবছর যারা মাধ্যমিক সহ সমমানের পরিক্ষায় অংশগ্রহণ করেছে তারা সবাই দেশকে নিয়ে নতুন প্রজন্মের যে ভাবনা সে ভাবনার ধারক ও জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা। আমরা বিশ্বাস করি এমন উদ্যোগগুলো তাদেরকে ভবিষ্যৎ সময়ে দেশ ও দশের তরে কাজ করতে আগ্রহী করে তুলবে"। আমাদের যেসকল প্রতিনিধিগণ এই উদ্যোগকে সফল করতে শারীরিক ও মানসিক শ্রমসহ আর্থিকভাবে সহযোগিতা করছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার মতামত লিখুন :