News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি দিপু ভুঁইয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৭:১১ পিএম নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি দিপু ভুঁইয়া

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সেই সঙ্গে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোরশেদ সারোয়ার সোহেল ও মোহাম্মদ আবু জাফর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন তারা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা এই ঘোষণা দেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচিত প্রার্থী তালিকায় জেনারেল গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ আল-মামুন। অ্যাসোসিয়েট গ্রুপ থেকে মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক আর ট্রেড গ্রুপ থেকে শ্রী বিকাশ চন্দ্র সাহা নির্বাচিত হয়েছেন।

বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন,  আমি নির্বাচন কমিশনকে এত সুন্দর নির্বাচনের জন্য ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জের মানুষদের ও ব্যাবসায়ীদের আশা ছিল একটা নির্বাচনের মাধ্যমে চেম্বার নেতৃত্ব দেক। আপনারা এটা করতে পেরেছেন তাই আপনাদের ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি প্রতিটি বোর্ড মেম্বার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে। তবুও এ দায়িত্ব তারা আমাকে দিয়েছেন আমি তাদের ধন্যবাদ জানাই। যারা আমাদের মেম্বার শুধু তাদের পরিবার না, আমাদের শ্রমিকেরাও আমাদের পরিবার। তারাও যেন সুযোগ সুবিধা পায় সেটা আমাদের দেখতে হবে। আমার বিশ্বাস নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্স বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য চেম্বারে পরিনত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জিডিপির ৭ দশমিক ৮৬ শতাংশ নারায়ণগঞ্জ কন্ট্রিবিউট করে। সেই তুলনায় নারায়ণগঞ্জ পিছিয়ে আছে। এখানে ব্যাবসায়ীদের প্রতিক‚লতা পোহাতে হয়। এখানে যানজট একটি বড় সমস্যা। এতগুলো গার্মেন্টস এখানে অথচ বায়াররা এসে এখানে থাকবে এমন একটা মানসম্পন্ন হোটেল নেই। এখানে উন্নত মানের স্কুলও নেই, মানসম্পন্ন হাসপাতাল নেই। আজ এখানে আমার ১৯ জন ভাইকে পেয়েছি আমি। আমি চাই সকলকে নিয়ে একসাথে এ সমস্যাগুলো সমাধান করতে।

Islam's Group