News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ছিনতাইরোধে হোসিয়ারি সমিতিকে আশ্বাস্ত করলেন ডিসি’র


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৭:৫৪ পিএম ছিনতাইরোধে হোসিয়ারি সমিতিকে আশ্বাস্ত করলেন ডিসি’র

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সৌজন্যে সাক্ষাত করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত কমিটি। গতকাল মঙ্গলবার ৪ মার্চ জেলা প্রশাসনের সভাকক্ষে শুভেচ্ছা বিনিময়ে হোসিয়ারি সমিতিকে যে কোনো সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।

নারায়ণগঞ্জ শহরের কয়েকটি পয়েন্টে প্রতিনিয়ত ছিনতাই ঘটনায় হোসিয়ারী ব্যবসা আতঙ্কে রয়েছেন বলে জানান হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু। তিনি আরও বলেন, রমজানকে টার্গেট করে ব্যবসায়ীদের উপরে নজর করেছে ছিনতাইকারীরা। প্রতিনিয়ত ছিনতাই কবলে পড়ছে ব্যবসায়ীরা। এতে ভয়ে আসছে না দূর পাল্লা ব্যবসায়ীরা। এর কারণে হোসিয়ারি ব্যবসায় বড় ধরণের ধাক্কায় সম্মুখিন হতে ব্যবসায়ীরা।

বদু ডিসিকে জানান, ইতোমধ্যে শহরের উকিলপাড়া, নয়ামটি, করিম মার্কেট ও দেওভোগে সিসিটিভি ক্যামেরা আওতায় আনা হচ্ছে। আরো কয়েকটি স্থানে সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত করা হবে। নয়ামাটিতে হোসিয়ারী প্রতিষ্ঠানগুলো নিরাপত্তায় দুইটি গেইট স্থান করা হচ্ছে দ্রুত সময়ে।

হোসিয়ারি সমিতির সমস্যা তুলে ধরে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম বলেন, আপনাদের সকল কিছু বিষয়ে অবগত হলাম। দ্রুত এগুলো ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু সহ উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মো. দুলাল মল্লিক, মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন, হাজী মো. শাহীন, মো. আব্দুল হাই, মো. মাসুদুর রহমান, মো. পারভেজ মল্লিক, সাইফুল ইসলাম হিরু, সাঈদ আহম্মেদ স্বপন, মো. নাছির শেখ, আব্দুস সোবহান ও বিল্লাল হোসেন।

Islam's Group