নারায়ণগঞ্জের ইউরোটেক্স নীটওয়ার নামে একটি গার্মেন্টের চাকুরীচ্যুত শ্রমিকরা বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করে শ্রমিকরা। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, দুলাল সাহা, এম এ শাহীন, ইকবাল হোসেন, অঞ্জন দাস প্রমুখ।
কর্মসূচী চলাকালে শ্রমিকরা বলেন, আমরা এখানে কোন গ্যাঞ্জাম করতে আসি নাই। কোন মারামারি করতে আসিনাই। কারো মাথায় বাড়ি দিতে আসি নাই। আমাদের পাওনা বুঝিয়ে দিলে কোন হৈ চৈ করবোনা। মালিকপক্ষ আমাদের পাওনা না দিয়ে নাকে তেল দিয়ে ঘুমায়। আমাদের বেতন না দিলে আমরা কিভাবে ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিব। আজকে আমাদের পাওনা দিবে নয়তো জেলা প্রশাসক আমাদের সন্তানদের ভরনপোষণের দায়িত্ব নিবে। আজকে আমাদের অনেকের ঘরে ভাত নেই। আমরা সন্তানদের মুখে একমুঠো ভাতা তুলে দিতে পারছিনা। অথচ ধনীদের ঘরে দামি দামি ইফতারি। আমরা গরীব বলে দামি খাবার খেতে পারিনা। ডাল ভাতও তো খেতে পারিনা। ঈদের মধ্যে সকলে ভাল ভাল পোশাক পড়বে। কিন্তু আমরা আমাদের সন্তানদের পোশাক কিনে দিতে পারছিনা। আমাদের সন্তানরা কি উদাম থাকবে। অনেকে ৬ মাসের শিশু দেড় বছরের শিশু বাড়িতে রেখে গার্মেন্টে কাজ করতে এসেছে। গার্মেন্টে যারা কাজ করে যারা বাধ্য হয়েই কাজ করে। আমরা কেন ন্যায্য পাওনা পাবনা। যদি আমাদের পাওনাদি পরিশোধ করা না হয় তাহলে প্রয়োজনে এই দেড়শ শ্রমিক আমরা রাজপথেই মৃত্যুবরণ করবো।
সংহতি জানিয়ে শ্রমিক নেতা এম এ শাহীন বলেন, আজকে গাজীপুরে শ্রমিকরা পাওনার দাবিতে ঘন ঘন রাজপথ অবরোধ করছে। আমরা নারায়ণগঞ্জে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। কিন্তু আপনারা যদি মনে করেন আমরা আপনাদের দারস্থ হয়েই থাকবো তাহলে ভুল করবেন। অবিলম্বে ইউরোটেক্স গার্মেন্টের শ্রমিকদের পাওনাদি পরিশোধ করতে হবে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
আপনার মতামত লিখুন :