শিল্পখাতে গ্যাসের মূল্য ৩৩শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শিল্পখাতকে রক্ষায় এমন সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া।
শনিবার ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেরিত এক প্রেস বিবৃতে এমন দাবি উপস্থাপন করা হয়।
বিবৃতিতে তিনি বলেন, শিল্পখাতে ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত এনার্জি রেগুলেটরি কমিশন, পেট্রোবাংলা সহ ৬টি গ্যাস বিতরণ কোম্পানির মাধ্যমে নিচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অবাস্তব। এ সিদ্ধান্ত আমাদের শিল্পখাতের জন্য আত্মঘাতী হবে। আমরা জানি গ্যাস আমাদের খনিজ সম্পদ এছাড়া শিল্পখাতের জন্য এলএনজিও আমদানি করতে হয়। আমাদের খনিজ গ্যাস এবং আমদানিকৃত গ্যাসের দাম সমন্বয় করলে সিস্টেম লসের পরও প্রতি ঘনমিটার দর আনুমানিক সর্বোচ্চ ২২ টাকার মতো মূল্য হতে পারে। এনার্জি রেগুলেটরি কমিশন বর্তমানেই ৩০ টাকা হারে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নিচ্ছে। এ দাম বৃদ্ধির ফলে শ্রমজীবী মানুষের ভোগান্তি ব্যাপক পরিমানে বাড়বে, অন্যদিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। এ সিদ্ধান্তে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গুলো নতুন সংকটে পড়বে এবং নতুন শিল্প উদ্যোক্তাদের শিল্প কারখানা স্থাপনে অনুৎসাহী করবে। বর্তমানে গ্যাসের মূল্য বৃদ্ধির কোন প্রয়োজন আমরা মনে করছি না। আমদানিকৃত এলএনজি গ্যাসের বিবেচনা করে কিছুটা মূল্য বৃদ্ধি হতে পারে তবে সেটা অবশ্যই যৌক্তিক হওয়া চাই এবং আন্তর্জাতিক বাজারে দর কমানোর সাথে সাথে আমাদের দেশেও সেটা সমন্বয় করতে হবে।
এনার্জি রেগুলেটরি কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি করলেন, একটা প্রতিষ্ঠান ৩৩ শতাংশ কি লাভ করে? তাহলে ৩৩ শতাংশ অতিরিক্ত বিল কি করে শিল্প প্রতিষ্ঠান প্রদান করবে? তাছাড়া এ বৃদ্ধির ফলে শিল্প খাতে অন্যান্য কাঁচামাল সহ আরো অনেক কিছুর দাম সয়ংক্রিয় ভাবেই বৃদ্ধি হয়ে যাবে, তাহলে অবশেষে কি দাঁড়াবে? শিল্প প্রতিষ্ঠান গ্যাসের বিল দিতে পারবে না, আপনারা এসে লাইন কেটে দিবেন এবং শিল্প কারখানা অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
অতএব বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে শ্রদ্ধার সাথে অনুরোধ করবো, কোন ভাবেই যেন গ্যাসের দাম বৃদ্ধি করা না হয়, তবে আমদানিকৃত গ্যাসের মূল্য সমন্বয়ের জন্য যৌক্তিক ভাবে কিছুটা মূল্য বাড়ালেও আন্তর্জাতিক বাজারে মূল্য কমানোর সাথে সাথে তা সমন্বয় করার জন্য অনুরোধ রইল।
আপনার মতামত লিখুন :