News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস নির্বাচন

২৪ সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৯:৩৩ পিএম ২৪ সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সুতা ব্যবসায়ীদের জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে ২৪ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার ২৩ এপ্রিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় পর্যন্ত সাধারণ গ্রুপ থেকে ১৬ জন ও এসোসিয়েট গ্রুপ থেকে ৮  জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। 
জানা গেছে, ২৩ এপ্রিল বুধবার তফসিল অনুযায়ী বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনে'র দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) প্রার্থী হবার জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় পর্যন্ত সাধারণ গ্রুপ থেকে ১৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। 
তারা হলেন, এম সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, মো. মজিবুর রহমান, তাজুল ইসলাম টুটুল, সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. জোবায়ের আলম ঝলক, মো. সাইদুর রহমান, আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম, মো. মাহমুদুল হোসেন লিংকন ও মো. বিল্লাল হোসেন। এসোসিয়েট গ্রুপ থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. জাহিদ হোসেন, জীবন সাহা, মো. ফয়সাল আহম্মদ দোলন, মো. কামরুল হাসান ও মো. খায়রুল কবীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাধারণ গ্রুপ থেকে ১৫ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন ইসি সদস্য নির্বাচিত হবেন। ২৬ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
নির্বাচন বোর্ডে চেয়ারম্যান পদে দায়িত্বে আছেন প্রবীর কুমার সাহা, সদস্য পদে মো. হাবিব ইব্রাহিম সদস্য এবং ব্যারিস্টার মেহেদী হাসান। নির্বাচন আপিল বোর্ডে চেয়ারম্যান পদে মুহাম্মদ আইউব, সদস্য পদে মো. নিছারউদ্দিন কামাল এবং মো. মকবুল হোসেন হিসাবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য যে, গত ৪ মার্চ নির্বাচন বোর্ড কর্তৃক দ্বি-বার্ষিক নির্বাচন এর তফসিল ঘোষণা করা হয়। ৫ এপ্রিল প্রাথমিক ভোটার তালিকা এবং ১৫ এপ্রিল  তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

তফসিল অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন এবং আগামী ২৪ মে কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Islam's Group