News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

‍‍`কেউ আমাগোরে কম্বল দেয়নি‍‍`


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৯:৫৬ পিএম ‍‍`কেউ আমাগোরে কম্বল দেয়নি‍‍`

‘ওই দিন ক্যা জাকির খানের পোলাপাইন কয়টা কম্বল দিছিলো, যেতে যেতে শেষ হইয়া গেছে। এখন পর্যন্ত কেউ আমাগোরে একটা কম্বল দেয়নি। বেশিক্ষণ কাগজ টুকাইতে পারি না, শীতের কারণে বুক পিঠ ব্যাথা করে। পাশে চারারগোপ থেইক্যা নারকেলে শুভ্যা আইন্যা আগুন পোহাতাইছি। আপনারা আমাগো লইগ্যা কিছু লেহেন- শীতে যেনো একটা কম্বল পাই’।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটের কেন্দ্রীয় ষ্টেশনে অসহায়দের মধ্যে ৬২ বছরের জাহানারা বেগম এমন আক্ষেপ তুলে ধরেন। বুধবার বিকালে মেয়ে ও নাতী তার জামাইকে নিয়ে আগুন পোহাতে দেখা যায়। এ সময় তিনি আরও বলেন, গত বছরের কম্বলগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের স্থায়ী ঠিকানা নাই, তাই এদিক সেদিকে ছুটলে কম্বল সহ শীতবস্ত্রগুলো হারিয়ে যায়। নতুন সরকারের কেউ আমাদের একটি কম্বল দেয়নি। আগে কমিশনার, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন ধরণে সংগঠন থেকে শীতবস্ত্র বিতরন করা হত। এখনো তাদের কাউদের দেখা মিলেনি।

Islam's Group