News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৭:৩৮ পিএম নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

"জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত" এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস -২০২৫। 

সোমবার ৭ এপ্রিল জেলা সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আফম, মুশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সরদার।

স্বাগত বক্তব্য রাখেন জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের (শিশু বিশষজ্ঞ) ডা. মো. সালাউদ্দিন। 

সভায় আরো বক্তব্য রাখেন ইপিআই স্পেশালিষ্ট (ইউনিসেফ) ডা. লী শান্তা মন্ডল ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.  শিল্পী আক্তারের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা, মোর্শেদুল ইসলাম খাঁন। 
জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, সেবিকা ও স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন এনজিও  প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

Islam's Group