News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কালাপাহাড়িয়ার চেয়ারম্যান গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:০৫ পিএম কালাপাহাড়িয়ার চেয়ারম্যান গ্রেপ্তার

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৮ ফেব্রুয়ারী রাতে তাকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মামলা রয়েছে।

২০২২ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ২ বারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এখনো তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

Islam's Group