বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে হত্যা চেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় মাকসুদ হোসেনকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এর আগে গত ৫ মার্চ অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেনকে গ্রেফতার করা হয়। ফতুল্লা থানায় করা একটি হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বলেছিলেন, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, মাকসুদ হোসেন আওয়ামী লীঘ সরকারের শাসনামলে বিভিন্নভাবে সুবিধাভোগী ছিলেন। সেই সাথে ওসমান পরিবারের আর্শীবাদে অনেকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সবশেষ বন্দর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তৎকালিন এমপি সেলিম ওসমানের সাথে শত্রুতা তৈরি হয়।
আপনার মতামত লিখুন :