News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ফোরামের সভাপতি পদে আইনজীবীদের পছন্দের তালিকায় মানিক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৫:৩৮ পিএম ফোরামের সভাপতি পদে আইনজীবীদের পছন্দের তালিকায় মানিক

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর থেকেই নারায়ণগঞ্জ আদালতপাড়ায় সাধারণ আইনজীবীদের সমর্থনে এগিয়ে রয়েছেন অ্যাডভোকেট মানিক মিয়া। যিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ সভাপতি ছিলেন। সেই সাথে বিভিন্ন সময় বিএনপির পক্ষে অবস্থান নিয়ে জোড়ালো ভূমিকা রেখেছেন। 

এবার তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরও গতিশীল অবস্থানে নিয়ে যেতে চান। তবে তিনি আইনজীবীদের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হতে চান। আইনজীবীদের সমর্থনের মধ্য দিয়েই তিনি সভাপতি পদে আসতে চান। 

অ্যাডভোকেট মানিক মিয়া বলেন, আমি সভাপতি প্রত্যাশার পর থেকেই সাধারণ আইনজীবীরা আমাকে সমর্থন দিয়ে আসছেন। সকল আইনজীবীরাই আমাকে চাচ্ছেন। তারা আমাকে বিভিন্নভাবে সমর্থন করবেন বলে কথা দিচ্ছেন। সেই সাথে তারা বিশ্বাস করেন আমার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আরও শক্তিশালী হবে। আইনজীবীদের সমর্থনের মধ্য দিয়েই আমি সভাপতি পদে আসতে চাই। 

আদালতপাড়া সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাতিল হওয়ার পর পরই নতুন কমিটি নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। সেই সাথে আইনজীবী ফোরামের আগামী দিনের কমিটিতে পদ প্রত্যাশী নেতাদেরও দৌঁড়ঝাপ শুরু হয়েছে। অনেকেই নতুন করে আলাপ আলোচনায় চলে এসেছেন।

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আগামী দিনের কমিটিতে সভাপতি পদে আলোচনার রয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট মো. মানিক মিয়া। 

অ্যাডভোকেট মো. মানিক মিয়া বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকায় ছিলেন। প্রতিকুল পরিস্থিতিতে যখন কেউ নির্বাচন করার সাহস পেত না তখনও তিনি বিএনপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। অনেকবার নির্বাচন করতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা হুমকি ধমকি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। 

বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। পুলিশের গুলিও তাকে আন্দোলন থেকে দমাতে পারেননি। 

আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, অ্যাডভোকেট মো. মানিক মিয়া ১৯৯৩ সালে আইনজীবী হিসেবে যোগদান করেন। তার আগে তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। সেই সাথে তিনি আইনজীবী পেশায় যোগদানের পর থেকেই বিএনপির নানাবিধ কর্মকান্ডের জড়িত ছিলেন। আইনজীবী সমিতির নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন। 

তারই ধারাবাহিকতায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে নির্বাচনে কাজ না করার জন্য আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে ২৪ ঘণ্টা জিম্মী করে রেখেছিলেন। ২০১৪-১৫ সালের নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিপুল ভোটে জয়লাভের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রাত ১ টায় পুনরায় ভোট গণনার অজুহাদ দেখিয়ে তার জয় ছিনিয়ে নেন। সেই সাথে তাকে ১ ভোপে পরাজিত দেখানো হয়।

এদিকে ২০২২-২৩ সালের নির্বাচনে যখন কেউ নির্বাচ করার সাহস পাচ্ছিলেন না সেই প্রতিকূল পরিস্থিতিতে দলের হয়ে নির্বাচনে অংশ নেন অ্যাডভোকেট মো. মানিক মিয়া। নানাভাবে হুমকি ধমকিতে তিনি দমে যাননি। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিজের জীবন বাজি রেখে পুলিশের গুলি উপেক্ষা করে আন্দোলনে অংশ নেন। 
অ্যাডভোকেট মো. মানিক মিয়ার ইচ্ছা তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে দায়িত্ব পালন করার মাধ্যমে ঝিমিয়ে পড়া আইনজীবী ফোরামের গতিশীল করতে চান। সাংগঠনিকভাবে আইনজীবী ফোরামকে শক্তিশালী দল হিসেবে রূপান্তরিত করতে চান। 

আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আইনজীবী মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি বাতিল করা হয়। 

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে সংগঠনের গতিশীলতা আনার জন্য অনতিবিলম্বে নতুন কমিটি গঠন করা হবে। 

সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এরপর থেকেই নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিলুপ্ত অবস্থায় রয়েছে। 

Islam's Group