বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ অন্যান্য আদালত সমূহ পরিদর্শন করেছেন।
রোববার ২৩ মার্চ সকালে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন পৌছলে ফুল দিয়ে বরন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ ও নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম। পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন জেলা ও দায়রা জজ আদালত,অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,অর্থঋন আদালত, ১ম ও ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, ৪র্থ সিনিয়র সহকারী জজ আদালত এবং সিনিযর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসমূহ পরিদর্শন করেন।
জেলার বিভিন্ন আদালত সমূহ পরিদর্শন শেষে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন জেলা জজ আদালত ভবনের কনফারেন্স রুমে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্তরের বিচারকগণের সাথে মতবিনিময় সভা করেন।
উক্ত সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ ও নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম সহ অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন।
সফরকালে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এর সফরসঙ্গী হিসাবে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার মীর মাশহুর আহমেদ ও প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :