News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শ্রমিক নেতা সেলিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৬:৫৬ পিএম শ্রমিক নেতা সেলিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর

বাসদ নেতা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি সেলিম মাহমুদের বিরুদ্ধে ২দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ১৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, রূপগঞ্জে রবিন টেক্সটাইলে শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘষের্র ঘটনায় রূপগঞ্জ থানায় দায়ের করা মামলায় সেলিমকে ১৬ এপ্রিল ফতুল্লার বাসা থেকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।

এ মামলায় পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে সেলিম মাহমুদকে আদালতে প্রেরণ করেন। আদালত উভয় পক্ষের শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিন সকাল থেকে নারায়ণগঞ্জ কোর্ট এলাকায় সেলিম মাহমুদের মুক্তির দাবিতে অবস্থান নেয় বাসদ নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন, জেলা বাসদের সদস্য সচিব আবু নাঈম খান বিল্পব, এসএম কাদির, বাসদ বর্ধিত ফোরামের সদস্য প্রদীপ সরকার, সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রীক মহিলা ফোরামের জেলা কমিটির সাধারনসম্পাদক সুলতানা আক্তার প্রমুখ।

Islam's Group