News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জামিনে মুক্তি পেয়েছেন মাকসুদ হোসেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৮:৫৯ পিএম জামিনে মুক্তি পেয়েছেন মাকসুদ হোসেন

জামিনে মুক্তিলাভ করেছে বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাত ৮টায় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার পরিবার সূত্রে জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

মাকসুদ হোসেন বিরুদ্ধে যাত্রাবাড়ী, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় তিনটি মামলার আসামি ছিলেন।

উচ্চ আদালত থেকে উক্ত তিন মামলায় জামিন প্রাপ্ত হয়ে তিনি বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন।

এর আগে ডেভিল হান্ট অপারেশন চলাকালীন সময় গত ৫ মার্চ তার কুড়িপাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হলে তাকে দুই দফায় রিমাণ্ডে নেয়া হয়।

Islam's Group