নারায়ণগঞ্জের আলোচিত হত্যাকান্ড তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় জামিনে থাকা আসামিরা আদালতে হাজিরা দিয়েছেন। সেই সাথে এদিন আদালতে জামশেদ নামে এক আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুমের আদালত এই হাজিরা দেন। আদালত আগামী ২৬ মে পরবর্তী তারিখ ধার্য্য করেছেন।
হাজিরা দেয়া আসামিদের মধ্যে রয়েছেন রিফাত বিন ওসমান, ইউসুফ হোসেন লিটন, তায়েবউদ্দিন আহমেদ জ্যাকি, মামুন, মামুন মিয়া, ইয়ার মাহমুদ পারভেজ।
মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, ‘মামলার তারিখ থাকায় জামিনে থাকা আসামীরা আদালতে হাজিরা দিয়েছেন। আদালত ২৬ মে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। সেই সাথে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা একজন আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত আইনজীবীর উপস্থিতিতে আবেদন মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।
সেই সাথে ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু এর তিন মাস পর শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ওসমান পরিবারের পাশে থাকার ঘোষণা দিলে বিচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সে অভিযোগপত্র আজো পেশ করা হয় নাই। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পর মামলার কার্যক্রম সচল আবারও কেন জানি বিচার কার্যক্রম কিছুটা ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। এ নিয়ে ত্বকীর পরিবারের সদস্যরা সন্তুষ্ট হতে পারছেন না।
আপনার মতামত লিখুন :