নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ও নিহতদের স্বজনেরা।
রোববার ২৭ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সংহতি জানিয়ে নিহতের স্বজন ও ছাত্রজনতা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগের তৎকালীন এমপি নারায়ণগঞ্জের গডফাডার শামীম ওসমান ও দোসর নূর হোসেন এই সাত খুন করিয়েছেন। তারা বাংলাদেশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে প্রকাশ্যে দিবালোকে চন্দন কুমার ও নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করেছে। সেটা নারায়ণগঞ্জবাসী অবলোকন করেছে।
তিনি আরও বলেন, তাদের গুম করার পর উদ্ধারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম তখন আমাদের দোষারোপ করেছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। তাদের মরদেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন বীভৎস চিত্র দেখে নারায়ণগঞ্জসহ সারা বিশ্বের মানুষ কেঁদেছিলো। কিন্তু সরকার শামীম ওসমানের নেতৃত্বে এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল।
সাখাওয়াত হোসেন খান বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় রায় কার্যকর করতে বিলম্ব করছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা এই রায় দ্রুত কার্যকর দেখতে চাই।
মানববন্ধনে নিহত সাত পরিবারের সদস্য, নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী সহ বৈষম্যবিরোধী ছাত্র জনতা অংশ গ্রহণ করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান এর সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ন কবির, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাকির হোসেন, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট নূরে বাঁধন, অ্যাডভোকেট রাজিব মন্ডল, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।
আপনার মতামত লিখুন :