News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আর কোনো দাবি নাই রায় কার্যকর চাই : সেলিনা ইসলাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৪:৫৮ পিএম আর কোনো দাবি নাই রায় কার্যকর চাই : সেলিনা ইসলাম

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় আসামিদের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, যে লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটেছিল সবাই এটার বিচার চায়। কিন্তু সুপ্রিমকোর্টে কেন এটা ঝুলে আছে। আমরা খুব হতাশ হয়ে আছি।

রোববার ২৭ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাত খুনের আসামিদের রায় দ্রুত কার্যকর করার দাবিতে আইনজীবী সমাজ ও নিহতের পরিবারের সদস্যদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে নিহত সাত পরিবারের সদস্য, নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী সহ বৈষম্যবিরোধী ছাত্র জনতা অংশ গ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষন করে সেলিনা ইসলাম বলেন, উনারা যেন সার্বিক সহযোগিতা করে এই রায়টি দ্রুত কার্যকর করার ব্যবস্থা করেন। সাতটি পরিবারের যে গুরুত্বপূর্ণ মানুষ গুলো মারা গেছেন তাদের তো আর ফিরে আওয়া যাবেনা। অন্তত আমরা যেন এই ভেবে একটু স্বস্তি পাই যে তাদের হত্যার বিচার হয়েছে। এই চাঞ্চল্যকর নৃশংস হত্যাকাণ্ডে বাংলাদেশে বিচার হোক। আমাদের সাত পরিবার থেকে এটাই দাবি আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই রায় কার্যকর করা হোক আমাদের আর কোনো দাবি না।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান এর সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ন কবির, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাকির হোসেন, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট নূরে বাঁধন, অ্যাডভোকেট রাজিব মন্ডল, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

Islam's Group