বায়ু দূষনের অভিযোগে রূপগঞ্জের কাঞ্চন জিন্দাপার্ক এলাকায় এস.আর.বি.জি কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পরিবেশ অধিদপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
রোববার ২৭ এপ্রিল পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রেজওয়ান উল ইসলাম এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত বায়ু দূর্ষন বন্ধে অভিযানটি পরিচালিত করেন। অভিযানে সহযোগিতা করেন রূপগঞ্জ থানা পুলিশ।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(খ) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক উল্লেখিত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরির্দশক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।
নারায়ণগঞ্জে দূষনকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :