আইন বিষয়ে উচ্চতর শিক্ষায় ব্যারিষ্টার এট ‘ল’ কোর্স সম্পন্ন করেছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুলের দ্বিতীয় পুত্র রিদওয়ানুর রহমান রিকু।
সম্প্রতি লন্ডনের বিখ্যাত দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিষ্টার এট ল ডিগ্রীর সনদ গ্রহন করেছেন রিকু। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনছাত্র ফোরামের যুক্তরাজ্য শাখার সহ-সাংগঠনিক পদও পেয়েছেন তিনি। তাই ছেলের এমন অর্জনে আনন্দিত আতাউর রহমান মুকুলের পুরো পরিবার এবং তার নেতাকর্মীরা ও শুভাকাঙ্খীরা।r
আতাউর রহমান মুকুল এ বিষয়ে বলেন, আমার ছেলের এই অর্জন শহর বন্দরের সব মানুষের। আমি সবার কাছে ওর জন্য দোয়া চাই। যাতে ছেলে আইন পেশায় সুনামের সাথে কাজ করতে পারে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। আমি আমার ছেলের অর্জনে গর্ববোধ করছি। ও বিদেশে অনেক কষ্ট করে লেখাপড়া করে আজকে এই ডিগ্রী পেয়েছে। আমি চাই সে সামনে আরো বেশি করে লেখাপড়া করে ও কাজ করে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করবে।
আতাউর রহমান মুকুলের বড় ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার রেজানুর রহমান রূপন বলেন, আমার ছোট ভাই রিকু আমার বন্ধুর মতো। সে খুব কষ্ট করে লন্ডনের বিখ্যাত দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল ডিগ্রীর সনদ গ্রহণ করেছেন। কেউ চাইলে সহজে এই ডিগ্রী অর্জন করতে পারেনা। এরজন্য প্রচুর পরিশ্রম এবং অধ্যাবসায় প্রয়োজন। তাই আমার ছোট ভাইও অনেক কষ্ট করে আজকে ব্যারিস্টার হয়েছে। আমি ওর জন্য সকলের কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই।
আপনার মতামত লিখুন :