News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বীরমুক্তিযোদ্ধা অসুস্থ মোহর আলী দোয়া চেয়েছেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৮:০৭ পিএম বীরমুক্তিযোদ্ধা অসুস্থ মোহর আলী দোয়া চেয়েছেন

বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। বিশিষ্ট অধ্যাপক জাহেদ আলীর তত্ত্ববাধয়নে তিনি বাড়িতে বিশ্রামে চলমান রয়েছেন। তার রোগমুক্তি কামনায় পরিবার পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আগরতলা সহ নারায়ণগঞ্জের ব্যাপক মুক্তিযুদ্ধে আব্দুল কুদ্দুস মাখন ও নারায়ণগঞ্জের এ.কে.এম শামছুজ্জহার নেতৃত্বে মুক্তিযুদ্ধে ব্যাপক সংগঠকের বলিষ্ঠ দায়িত্ব পালনে প্রশংসিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী। তিনি নারায়ণগঞ্জের সংগ্রামী রাজনৈতিক পুরুষ স্বাধীনতার আন্দোলনের ঐ সময়ের অন্যতম নেতা, ২৭শে মার্চ পাক সেনাদের প্রতিরোধ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, তোলারাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, স্বাধীন বাংলাদেশ ঢাকা বিভাগের অন্যতম মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলী আহম্মদ বাচ্চু ও আব্দুল লতিফ কমান্ডার গণের নেতৃত্বে ব্যাপক ভাবে মুক্তিযুদ্ধ সংগঠক ও যুদ্ধে দায়ীত্ব পালনকারী নেতা ছিলেন।
 

Islam's Group