পড়ালেখা সম্পন্ন করে চাকরি না পাওয়ার হতাশায় ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বুধবার ৫ ফেব্রুয়ারি সকালে নগরীরর গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহননকারী যুবকের নাম রুবায়েত রাজ হাসনাত অপূর্ব (২২)। সে গলাচিপা এলাকার ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের ছেলে।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক(এস-আই) খাইরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, আমরা সিসি টিভি ফুটেজ চেক করেছি। সে ছাদে উঠা থেকে শুরু করে ছাদে কিছু সময় হাটাহাটি করা পর্যন্ত আশে পাশে কেউ ছিলনা। তার পরিবার থেকে জানিয়েছে পড়ালেখা শেষে চাকরি না পাওয়াতে সে বিষন্নতায় ভুগছিলেন।
আপনার মতামত লিখুন :