নারায়ণগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশের বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীর ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সদর উপজেলার নির্বাহী অফিসার সাথে আলোচনার কথা বললে দুপুর সাড়ে ১২ টার দিকে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভ মিছিল নিয়ে সদর উপজেলায় যান শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিনাকারণে কলেজের অধ্যক্ষকে বদলি করা হয়েছে। এবিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেনি। দ্রুত আদেশ বাতিল করে পূর্ণবহাল করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে সদর মডেল থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ও সদর এসিল্যান্ড সাদিয়া আক্তারের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে এসে সদর উপজেলার নির্বাহী অফিসার সাথে আলোচনার কথা বললে দুপুর সাড়ে ১২ টার দিকে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভ মিছিল নিয়ে সদর উপজেলায় যান শিক্ষার্থীরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইংরেজির ক্লাসও নিতেন। শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন সেটা তার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ বলে তিনি মনে করেন। এই আন্দোলনের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। তিনি সরকারি আদেশে এই কলেজে দায়িত্বে এসেছেন আবার সরকারের আদেশে চলে যাবেন।
আপনার মতামত লিখুন :