নারায়ণগঞ্জ বন্দরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মিলন মেলার নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত হওয়ার চেষ্টার খবর পাওয়া গেছে।
ব্ল্যাকবোর্ড নামে আয়োজিত ওই অনুষ্ঠানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আশঙ্কা করে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অনুষ্ঠান বাতিল করেছে কর্তৃপক্ষ।
বন্দর বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান অনুষ্ঠান বাতিলের বিষয় নিশ্চিত করে বলেন, প্রাক্তন ছাত্ররা ‘ব্ল্যাকবোর্ড’ ব্যানারে ২১ ফেব্রুয়ারী বিকেলে অনুষ্ঠানটি হওয়ার কথা। কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এবং যেকোনো অনাকাংখিত ঘটনা এড়াতে সেটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজক পরশ জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু কোনো অপরাধ করেননি। তবে একটা প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষক সন্মানা অনুষ্ঠানটি কি কারণে বন্ধ করা হয়েছে তা জানেন না।
আপনার মতামত লিখুন :