News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

দুই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:২৮ পিএম দুই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গণে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির এক শোকাবহ দিন। ১৯৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রাজনীতির দুই দিকপাল একেএম শামসুজ্জোহা এবং হাজী জালাল উদ্দিন আহমেদ। একেএম শামসুজ্জোহা ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য অন্যদিকে হাজী জালালউদ্দিন নারায়ণগঞ্জ শহর বিএনপির প্রতিষ্ঠাতা।

নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত এই দুই নেতা তাদের উত্তরসূরিকেও রাজনীতিতে হাতেখড়ি দিয়ে গেছেন। পিতার আশীর্বাদে তারাও রাজনীতিতে নিজের অবস্থান মজবুত ও একাধিকবার এমপি হয়েছেন। একেএম শামসুজ্জোহার তিন ছেলে প্রয়াত একেএম নাসিম ওসমান, একেএম শামীম ওসমান ও একেএম সেলিম ওসমান মহাজোটের একাধিকবার এমপি দায়িত্ব পালন করেছে।

অন্যদিকে হাজী জালাল উদ্দিনের ছেলে অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে একাধিকবার সাবেক এমপি ছিলেন। তিনি মহানগর বিএনপির সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহি কমিটির সদস্য রয়েছেন। এদিকে আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক হয়ে সক্রিয় রয়েছেন। তিনি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ছিলেন।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এমপি নেতারা পালিয়ে যায়। এতে একেএম শামসুজ্জোহার দুই ছেলে সেলিম ওসমান ও শামীম ওসমান এখন আত্মগোপনে রয়েছেন। বিগত বছরগুলো একেএম শামসুজ্জোহা মৃত্যুবার্ষিকী পালিত হত বড় ধরনে আয়োজনের মাধ্যমে। এবার দুই ছেলে সহ অনুগতরা না থাকায় একেএম শামসুজ্জোহা মৃত্যুবার্ষিকী পালন নিয়ে অনিশ্চিতায় দেখা গেছে।

ঘরোয়া পরিবেশে বিগত বছরগুলোতে হাজী জালালউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালন করে গেছেন তার ছেলে আবুল কালাম। এবার বড়সরে মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছেন বলে জানা গেছে। প্রায় ১৫ বছর পর নির্ভয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মিলাদে থাকছেন হাজী জালালউদ্দিন আহমেদ পরিবার।

Islam's Group