News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
অপারেশন ডেভিল হান্ট’

অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:৫৪ পিএম অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২৪

অপারেশন ডেভিল হান্ট " ও পুলিশের অভিযানে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ১৯ জনসহ মোট ২৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বুধবার ১৯ ফেব্রুয়ারি দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন মামলার ওয়ারেন্ট। 

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম বিপ্লব (৪২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য আক্তার হোসেন (৩৪), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম রিপন (৪৮), রূপগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ফয়জুল হক ডালিম (৪৭)। গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ৫ জনসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট মামলায় অভিযুক্ত আসামী ১৯ জনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। 

তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৫ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী বলে তিনি জানান।

Islam's Group