নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। ১৯ মার্চ সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সোনারগাঁ থানাধীন কাবিলগঞ্জের মৃত করিমের পুত্র মো. লিটন মিয়া (৫১), লিটন মিয়ার স্ত্রী মোছা. নাজমা বেগম (৩৮) ও পুত্র মো. নাহিদ আলম (২২)।
২০ মার্চ র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতরা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী। গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :