News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কমান্ডার সিরাজ এমপি হয়েও অহংকার ছিল না : বদু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৯:১৬ পিএম কমান্ডার সিরাজ এমপি হয়েও অহংকার ছিল না : বদু

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রয়াত সাবেক এমপি কমান্ডার সিরাজ ছিলেন অত্যন্ত সহজ সরল ও সাদা মনের মানুষ। এমন মন্তব্য করেছেন হোসিয়ারী সমিতির সভাপতি ও বিএনপি নেতা বদিউজ্জামান বদু।

রবিবার ২৩ মার্চ নগরীর উকিলপাড়া এলাকায় সাবেক এমপি কমান্ডার সিরাজের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই মন্তব্য করেছেন।

অনুষ্ঠানের আয়োজক প্রয়াত সাংসদ সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম মার্টিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন ও জিয়া পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি নাজির হোসেন, হোসিয়ারি সমিতির পরিচালক দুলাল মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বদিউজ্জামান বদু, প্রয়াত এমপি কমান্ডার সিরাজের আত্মার মাগফিরাত কামনা করে তিনি আরো বলেন, সিরাজ ভাই যেমন সহজ সরল ছিলেন তেমনি একজন এমপি হওয়া সত্বেও তার মধ্যে কোন ধরনের অহংকার ছিল না। শুধু তাই নয়, ক্ষমতাসীন দলের এমপি হওয়া সত্বেও অবৈধ উপায়ে একটি টাকাও তিনি উপার্জন করেননি। এটিও দেশের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। অথচ এই সৎ মানুষটা দীর্ঘ ১৩টি বছর ধরে আমাদের মাঝে নাই। এরই মধ্যে আমরা সবাই তাকে ভুলে গেছি। তার এই মৃত্যু বার্ষিকীতে আমরা কয়জন তাকে স্মরণ করেছি।    

Islam's Group