News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বদলে যাচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চিত্র


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১০:৫৭ পিএম বদলে যাচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চিত্র

যানজট নিরসনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডকে ৬ লেনে উন্নীত করা হলেও নানা অব্যবস্থাপনায় সড়কটির সৌন্দর্যহানি ঘটছিল। তবে জেলা প্রশাসকের নানা উদ্যোগের পাশাপাশি কঠোর অভিযানে বদলে যাচ্ছে সড়কটির চিত্র।

সড়কটির ৬ লেন উন্নীতকরণের কাজ অনেক আগেই শেষ হলেও জমি সংক্রান্ত জটিলতায় সড়কের চাঁদমারী থেকে চাষাঢ়া পর্যন্ত অংশে সড়কের কাজ অসম্প‚র্ণ ছিল। এর ফলে সড়কের সাইনবোর্ড থেকে যেকোনো যানবাহন অনায়সে চাঁদমারী পর্যন্ত চলে আসলেও বাকি প্রায় ১ কিলোমিটার পথ পাড়ি দিতে যাত্রীদের হিমশিম খেতে হতো। এর ফলে সড়ক প্রশস্তকরণের সুফল পাচ্ছি না নগরবাসী। তবে জেলা প্রশাসনের উদ্যোগে জমি সংক্রান্ত জটিলতা শেষ হয়েছে। এরই মধ্যে চাঁদমারী এলাকায় মসজিদটি সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে অতি শিগ্রই রাইফেলস ক্লাব ভেঙ্গে ফেলা হবে। আশা করা হচ্ছে, জুনের মধ্যেই সড়কের সব কাজ শেষ হবে। বর্তমানে সড়কটিতে সড়কবাতির কাজ চলমান রয়েছে।

এর আগে লিংক রোডের দুই পাশ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যানার ফেস্টুনে ছেড়ে পড়েছিল। যার ফলে সড়কটি রাজনৈতিক নেতাদের ফেস্টুনের দখলে চলে গিয়েছিল। এর ফলে সড়কটি সৌন্দর্য দিনের পর দিন নষ্ট হয়ে পড়েছিল। তবে জেলা প্রসাশক জাহিদুল ইসলাম ক্লিন অ্যান্ড গ্রীন নারায়ণগঞ্জ করতে গত ৩ দিনে প্রায় ১৮ ট্রাক ব্যানার, ফেস্টুন অপসারণ করেছে। একই সঙ্গে নারায়ণগঞ্জে প্রায় ১ লাখ বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছেন। যে কারণে প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসন।

এ কর্মস‚চি শহরের সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে। জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধি ও অননুমোদিত প্রচার সামগ্রী অপসারণ করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহবান জানিয়েছে জেলা প্রশাসন।

নগরবাসীর প্রত্যাশা, জেলা প্রশাসনের এসব উদ্যোগে আগামী কয়েকমাস পর বদলে যাবে লিংক রোডের চিত্র। একই সঙ্গে নগরবাসী সুন্দর একটি সড়ক উপহার পাবেন। এছাড়া শহরের মানুষের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আম‚ল পরিবর্তন আসবে।

Islam's Group