News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মামলায় সুজিত পলাতক, শিপন প্রকাশ্যে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৪:২৩ পিএম মামলায় সুজিত পলাতক, শিপন প্রকাশ্যে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় মামলার আসামি হয়েছে হিন্দু সংগঠনের নেতৃত্ব দেওয়া দুই নেতা। তারা হলেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত সাহা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার। মামলার আসামি হয়ে সুজিত সাহা বর্তমানে পলাতক রয়েছে। গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি নারায়ণগঞ্জ ছেড়েছেন। কিন্তু নারায়ণগঞ্জে প্রকাশ্যেই রয়েছেন শিপন সরকার। হিন্দু সংগঠনের নেতা হওয়ার পাশাপাশি শিপন সরকার মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি পদেও রয়েছেন।

এরমধ্যে শিপন সরকার নিয়ে হিন্দু ধর্মীয় সংগঠন গুলোর নেতৃবৃন্দের মাঝে বির্তকের সৃষ্টি হয়েছে। হিন্দুদের একাংশ শিপন সরকারের প্রতি ক্ষুব্ধ। তার অতীত কর্মকান্ডের জন্য তার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এবারের লাঙ্গলবন্দ স্নান উদযাপনের জন্য লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট নামে পৃথক একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

যা নিয়ে গত ১৯ মার্চ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে হাতাহাতির মত ঘটনাও ঘটেছে।

১৯মার্চ প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারের  স্নানোৎসব শান্তিপূর্ন ভাবে পালনের জন্য জেলা পুলিশ সুপারকে প্রধান করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

ওই উপদেষ্টা কমিটিতে আরো রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্দর, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদ সভাপতি সরোজ কুমার সাহা, মহাতীর্থ  লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট এর সভাপতি অপর্না রায় দাস, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সাবেক সভাপতি পরিতোষ কান্তি সাহা, মহাতীর্থ  লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব জয় কে রায় চৌধুরী বাপ্পী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, নিতাইগঞ্জ ব্যবসায়িক মালিক সমিতির সভাপতি শংকর সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট এর প্রধান উপদেষ্টা ননী গোপাল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক অ্যাডভোকেট রাজিব মন্ডল।

তবে এ কমিটিতে শিপন সরকারে স্থান পাওয়া নিয়ে আপত্তি করেছেন ফ্রন্টের নেতারা। মামলার কারণে লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক সুজিত সাহা কোনো মিটিংয়ে অংশ নেন না। এ বিষয়টি গত ৭মার্চ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভায় সভাপতি সরোজ সাহা বক্তব্যে নিজেই স্পষ্ট করেছেন। সেই সাথে তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদের যেন পুলিশ গ্রেপ্তার না করে।

Islam's Group