ভবঘুরে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (২৭ মার্চ) ইফতারের আগ মহুর্তে শহরের মাসদাইর এলাকার কেন্দ্রীয় মসজিদ ও কবরস্থানে গিয়ে এই ইফতার বিতরণ করেন।
এসময় গরিব, দিনমজুর, ছিন্নমূল ও পথশিশুরা এগিয়ে এসে জেলা প্রশাসকের কাছ থেকে ইফতার গ্রহণ করেন। সেই সাথে তারা জেলা প্রশাসককে কাছে পেয়ে খুশিতে মেতে উঠেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জে যোগদানের পর থেকেই জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একের পর এক নারায়ণগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় একের পর এক সমস্যার সমাধা হয়ে আসছে। সেই সাথে তার এসকল কার্যক্রমে নারায়ণগঞ্জাবাসী সাদুবাদ জানাচ্ছেন।
আপনার মতামত লিখুন :