News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ঈদের ছুটিতে নারায়ণগঞ্জে যত ঘটনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৯:৫২ পিএম ঈদের ছুটিতে নারায়ণগঞ্জে যত ঘটনা

ঈদ উল ফিতরের ছুটিতে নারায়ণগঞ্জে একাধিক ঘটনা ঘটলেও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ঈদ পালন করেছে জনগণ সাধারণ। এর মধ্যে বেশিভাগ নারায়ণগঞ্জ ছেড়ে নিজ গ্রামে ঈদ পালন করেছে প্রায় ১ লাখ মানুষ। এরপরও পরকিয়া, কবুতর নিয়ে ঝগড়ায় খুন, অপহরণ, ডাকাতি করার আগাম হুমকিতে আলোচিত ছিলো গত সপ্তাহ নারায়ণগঞ্জ।

জানা যায়, ৫ এপ্রিল নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বন্দরে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী স্নানোৎসব পরিদর্শন করতে আসেন।

একই দিনে সিদ্ধিরগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় মনিরুজ্জামান নামে এক যুবকের বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘনায় অভিযুক্ত স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন জামালপুরের বিল্লাল উদ্দিনের মেয়ে বিনা ওরফে ছোয়া ও তার পরকীয়া প্রেমিক তৌহিদ (৩০)। এরআগে এদিনই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

এর আগে দিন ৪ এপ্রিল সিদ্ধিরগঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মিয়াকে অপহরণ করে নির্যাতন করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা সরল ও তার বাহিনী। এ ঘটনায় ভুক্তভোগী শাহীন মিয়ার পিতা আঃ রশিদ ৮ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানা অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- যুবলীগ সন্ত্রাসী মো. সরল (৪০) ও ছাত্র সমাজের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম ক্যাডার নিশাদ (২৮), ঢাকা মহানগর যুবলীগ ক্যাডার হেলাল ফরাজি (৪৫),  মো. সুমন ফজলী সুমন (৩৫), মেহেদী (২৮), রুদ্র (২৫), মো. রানা (২৫),  মো. মিলন (৩৫)। এদের মধ্যে সরল ও নিশাদ জুলাই গণঅভ্যুত্থানে ফতুল্লা থানায় দায়ের করা ছাত্র হত্যা মামলার আসামি। ৩ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে সাইনবোর্ড এলাকা শাহিনের নিজের পরিবহন কাউন্টার থেকে তাঁকে অপহরণ করে প্রাইভেট কারে তুলে নিয়ে যায় তারা।

একই দিনে সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী সাদিয়া আক্তার বাদী হয়ে স্বামী ও শাশুড়িকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মাদকাসক্ত স্বামী উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করলেও তার মা মনোয়ারা বেগম (৬০) পলাতক রয়েছে। 

৩ এপ্রিল সিদ্ধিরগঞ্জে পাইনাদী পশ্চিম ধনুহাজী ব্রিজের পশ্চিমে ৪ তলা ভবনে নগদ প্রায় দুইলাখ টাকা, ৬০-৬৫ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ দোকানের সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল। তবে সংঘবদ্ধ এই চোর চক্র নিজেদের পোশাক ও ছবি ফেলেই চলে গেছে। এর মধ্যে রয়েছে একটি শার্ট, একটি পাঞ্জাবি, ১টি শাবল ও ব্লেড এবং পাসপোর্ট সাইজের তিনটি ছবি (যার একটি ছবি তাদের ভাড়াটিয়ারও), হাতে লেখা অনেকগুলো মোবাইল নম্বরের একটি কাগজ ও সাভার থানার মামলা নম্বরের একটি কাগজ। ওই এলাকার ব্যবসায়ী নিজামের ফ্ল্যাট বাসায় ঈদের রাত থেকে বৃহস্পতিবার আসরের মধ্যে কোন এক সময় এ চুরি সংঘটিত হয়।

একই দিনে শহরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ প্রবণতা কমাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। প্রাথমিকভাবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া গোলচত্বর থেকে শুরু করে নূর মসজিদ, মেট্রোহল মোড়, ডাক বাংলো ও আর্মি মার্কেট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলে জানান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

২ এপ্রিল বিকেলে তার শাশুড়ি ও জামাই মিলে হত্যার উদ্দেশ্যে রড ও কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে। উজ্জল মাদকাসক্ত, তাকে বেশ কয়েকবার রিহ্যাবে রেখে চিকিৎসা করার পরও সে মাদক সেবন করছে। মাদকাসক্ত অবস্থায় তার মেয়েকে পেটানোর সময় স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে আবার অত্যাচার শুরু করে শাশুড়ি। পরবর্তী এলাকাবাসী তার মোবাইলে বিষয়টি জানালে শশুর বাড়ি গিয়ে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তার মেয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মেয়েকে হত্যা চেষ্টার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।

এদিকে ১ এপ্রিল সোনারগাঁয়ে দুটি বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি দেয়ার সংবাদ প্রকাশ পাওয়া যায়। ‘আমরা ১৫ এপ্রিল আসবো, সবকিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু’ লিখে ডাকাতির হুমকি দিয়ে চিঠি দিয়েছেন অজ্ঞাতনামা ব্যক্তিরা। গত ২৫ মার্চ এই চিঠি প্রথম পাঠানো হয়। এরপর আবারও গত মঙ্গলবার গভীর রাতে একই ধরনের হুমকি দিয়ে সাদা কাগজে লিখে বাড়ির দেয়ালে টানিয়ে রেখে যায়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আমির হোসেন ভূঁইয়া ও দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়া বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। পরে তাঁরা সোনারগাঁ থানাকে অবহিত করে একটি লিখিত অভিযোগ করেন।

গত ৩০ মার্চ চাঁদরাতে ফতুল্লায় কবুতর নিয়ে ঝগড়ার জেরে পাভেল (৩৭) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত যুবক গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই রাতে বাবু ওরফে কবুতর বাবু নামের স্থানীয় এক যুবকের সঙ্গে পাভেলের ঝগড়া হয়। কবুতর নিয়ে এ ঝগড়ার সূত্রপাত হয়। এর জেরেই সোমবার সকালে পাভেলকে একা পেয়ে গুলি করে কবুতর বাবু।

আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী, সন্তান ও পুত্রবধু মিলে কবির হোসেন (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে। উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকা রাস্তা পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় তার নিজ বাড়িতে এ হত্যাকাÐের ঘটনা ঘটে। নিহত কবির উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের মৃত আব্দুর হাসিমের ছেলে। 

Islam's Group