News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

রোজা রেখে মারা গেলেন চুনকা পুত্র রিপন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৬:২৬ পিএম রোজা রেখে মারা গেলেন চুনকা পুত্র রিপন

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সংগঠক, ভাষা সৈনিক, নারায়ণগঞ্জ পৌরসভার ১ম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে আহাম্মদ আলী রেজা রিপন ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ..  রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গত ২০২১ সালের ৯ এপ্রিল তার স্ত্রী মিতা আহম্মেদ লিভার সিরোসিস রোগে আক্রান্তে মারা যান।

সোমবার ৮ এপ্রিল সকাল ৭টা ১০ মিনিটে দেওভোগ চুনকা কুটিরে স্ট্রোক করেন রিপন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে শহরের হার্ট সেন্টারে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু সংবাদে নারায়ণগঞ্জে শোক নেমে পড়ে। দেশের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি মানুষ চুনকা কুটিতে ভিড় করেন।

মরহুম রিপন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই।

রিপনের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল জানান, বাদ আসর বায়তুল নূর জামে মসজিদে প্রথম ও মাসদাইর সিটি কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে মাসদাইর সিটি কবরস্থানে মায়ের কবরে রিপনকে দাফন করা হয়।
তিনি আরও জানান, শাওয়াল মাসের রোজা রেখেছিলেন। রাত আড়াইটা এক সাথে সেহেরি করেন করেছিলেন রিপন।

Islam's Group