গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসুল্লিরা।
সোমবার ৭ মার্চ সকাল সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানি নগর হতে মিছিলে মিছিলে চিটাগাংরোড এসে জড়ো হোন তারা।
দেখা গেছে, মাদানি নগর মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার বাসিন্দারা গাজাবাসীর উপর ইসরায়েলের নৃশংস গণহত্যা চালানোর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এসময় তারা ফিলিস্তিনকে স্বাধীন দেশ ঘোষণারও দাবি জানায়।
বিক্ষোভে অংশ নেওয়া আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী বলেন, গাজাবাসীর উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আমরা এই কর্মসূচি করছি। আমরা গাঁজাকে স্বাধীন হিসেবে দেখতে চাই।
কাশেম নামের এক স্থানীয় বাসিন্দা বলেছেন, যেভাবে মুসলিমের উপর গণহত্যা চালানো হচ্ছে আমরা এর প্রতিবাদ জানাতে এই মিছিল করছি। আমরা বিশ্বাসের সকল দেশকে আহ্বান জানাই যেনো তারাও নিজ নিজ দেশে প্রতিবাদ গড়ে তুলতে পারে।
আপনার মতামত লিখুন :