ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের নারকীয় গণহ'ত্যা বন্ধ করার দাবিতে এবং গাজা রাফা'র জনগণের প্রতি সংহতি জানিয়ে নারায়ণগঞ্জে ধর্মঘট পালন করেছে ছাত্র জনতা। সোমবার ৭ এপ্রিল সকাল ১১ টায় নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া বিজয়স্তম্ভ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েক হাজার ছাত্র জনতা। দুপুর ১ টার দিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধতনরা এসে ছাত্র জনতাকে বুঝিয়ে সড়কের একপাশে যান চলাচল শুরু করে।
ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় ছাত্র জনতা। এছাড়া ইসরাইলি নানা ধরনের পণ্য বয়কটের আহবান জানানো হয়। আমেরিকার প্রেসিডেন্ট ও খু'নি র'ক্তপিপাসু নেতা'নিয়াহুর বিপক্ষে স্লোগান দেয় ছাত্র জনতা।
বক্তারা বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমন্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। আমেরিকান হাই কমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার জবাবদিহি চাইতে হবে। ইজরাইলি পণ্যগুলোকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
আপনার মতামত লিখুন :