News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ধিক্কার জানাই : আব্দুল জব্বার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:০২ পিএম জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ধিক্কার জানাই : আব্দুল জব্বার

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৭ এপ্রিল বাদ আসর নারায়ণগঞ্জ শহরের ডি.আই.টি মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। 

তিনি বলেন আজ আমরা ব্যথিত, মর্মাহত মানবতার ইতিহাসে এর চাইতে বর্বরতা আর কিছু হতে পারেনা, যেখানে অন্যায়ভাবে ফিলিস্তিনের নিরীহ নিরাপদ মুসলিমদের উপর বর্বর ইজরায়েল গোষ্ঠি হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমাদের দেহ বাংলাদেশে আর মন পরে আছে ফিলিস্তিনে।

জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় কোন কার্যকর ভূমিকা রাখছেনা। আজ এই বিক্ষোভ মিছিল থেকে তাদেরকে ধিক্কার জানাই।

আমরা মনে করি প্রতিটি শান্তিকামী মানুষ এই বর্বরতার নিন্দা জানাচ্ছে। অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে, ইজরায়েলের সাথে বিশ্বের সকল দেশ কে ব্যবসা-বাণিজ্য ও সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে।

শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমাদ, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মোখলেসুর রহমান, মাওলানা ওমর ফারুক, সাঈদ তালুকদার প্রচার ও মিডিয়া  হাফেজ আবদুুল মোমিন সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

Islam's Group