ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত কিশোরের(১৪) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ৮ এপ্রিল দুপুর ১২টায় ফতুল্লা মডেল থানার পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ভাবে কিশোরের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম খাঁন বলেন, ‘নিহতের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। কিশোরের পড়নে ছিলো শুধুমাত্র একটি সাদা পায়জামা। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। আমরা লাশ ময়নাতদন্ত্রের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।
এ ব্যাপারে বিস্তারিত জানতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :