News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

গণহত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তৌহিদী জনতার বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৬:৪৮ পিএম গণহত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তৌহিদী জনতার বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইহুদি ইসরায়েলি বাহিনী কর্তৃক ক্রমাগত নৃশংস আগ্রাসন এবং বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটির ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটির সভাপতি হাজী বিল্লাল হোসেন তালুকদার আদর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটির সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ, মো. আবুল বাষার সুমন, মো. রেজাউর রহমান বাবলু, মো. মামুস শেখ, মো. ফয়সাল, মো. সাইফুল ইসলাম, মো. মাসুম, মো. আরিফ হোসেন, মো. তোফাজ্জল হোসেন ও মো. তানজিত আহমেদ রাহাতসহ বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, গাজার আকাশে বাতাসে আজ লাশের গন্ধ। আমরা লক্ষ্য করছি কিভাবে মানুষ ধ্বংসস্তূপের নিচে কিভাবে চাপা পড়ে আছে। ইসরায়েল আন্তর্জাতিক, মানবিক, সব নিয়ম ভঙ্গ করে সাংবাদিক স্বাস্থকর্মীসহ অসংখ্য নিরপরাধ মানুষ এবং শিশুকে হত্যা করেছে। আমাদের আহ্বান মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো।
এই জাতিসংঘ একটা ব্যর্থ জাতিসংঘ। আমরা মুসলিম জাতি সঙ্গ চাই।  এছাড়াও সমাবেশ শেষে বাংলাদেশ পাসপোর্টে 'ইসরাইল প্রবেশে নিষেধাজ্ঞা লেখা পুনর্বহাল এবং তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করার দাবি জানান তারা ।

Islam's Group