News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইসরাইলে যাওয়া তিন আলেমকে গ্রেপ্তার দাবি আব্দুল আউয়ালের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৯:২২ পিএম ইসরাইলে যাওয়া তিন আলেমকে গ্রেপ্তার দাবি আব্দুল আউয়ালের

হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল বলেছেন, আমাদের বাংলাদেশ থেকে তিনজন আলেম ইসরাইল সফর করছে। তাদের মধ্যে নারায়গঞ্জের দুইজন আছে। সেখান থেকে তারা লাইভ বলছে মসজিদ আকসা অক্ষত আছে। ভুল তথ্য দেয়া হচ্ছে মসজিদ আকসা ধ্বংস করা হয়নি। এটার কি উদ্দেশ্য? তারা এখানে কেন গেলো? আমরা সরকারের কাছে জোর দাবি করছি এদের এয়ারপোর্টে নামার সাথে সাথে গ্রেফতার করা হোক। তারা কেন সেখানে গেছে তাদের তথ্যগুলো বের করতে হবে। 

শুক্রবার ১১ এপ্রিল জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল বলেন, সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে ইসরাইলি পণ্য ছাড়ো। ইসরাইলি সবকিছু পরিত্যাগ করো। সেখানে ইসরাইলে গিয়ে আশ্রয় নিলো কেন? লংমার্চ ফর গাজা সে কথা বলে আমরা যখন একত্রিত হচ্ছি সে মহুর্তে আমাদের কাফেলা ছেড়ে তোমরা তিনজন কি উদ্দেশ্য গেলে? তাতে বুঝা যাচ্ছে সারাজীবন তোমরা মুসলমানদের ধোঁকা দিয়েছো ধ্বংস করেছো এখনও তোমারা ধোঁকা দিয়ে যাচ্ছো। 

তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা মরে শেষ হয়ে যাচ্ছে পুরো তছনছ করে দিয়েছে রাফাতে গাজাতে নাই কিছু বোমা মেরে সেখানে একটাবার তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করলে না। পুরো জাতিকে একদিকে কলঙ্কিত করে তোমরা ইসরাইলের মদদপুষ্ট হয়ে সেখানে গিয়েছো সেটা এই জাতি বুঝতে আর বাকী নাই। তারা ইসরাইলের সাথে গোপন সম্পর্ক করে তারা ইহুদীবাদকে মদদপুষ্ট বিশাল অংক অর্জন করবে এজন্য তারা সেখানে গিয়ে মুসলমানদের সাথে বেঈমানি করেছে। 

আব্দুল আউয়াল বলেন, তাদের চিনে রাখেন। আসলে কে? আমরা তাদের বলি তাদের আলিসান এত কিছু কিভাবে হয়। ইসরাঈলের টাকায় এসব কিছু হয়ে থাকে। তারা নিজেদের সুন্নি আলেম দাবি করে। 

Islam's Group