News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কা,ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৮:১০ পিএম সিদ্ধিরগঞ্জে  ট্রাকের ধাক্কা,ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাক চালককে মো. রুবেলকে (৪২) আটক করেছে হাইওয়ে পুলিশ।  

বুধবার (১৬ এপ্রিল) ভোরে শিমড়াইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম। 

নিহতরা হলেন- শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) ও একই জেলার ফজলু মাদবরের ছেলে মো. সুমন মিয়া (৪৪)। নিহতরা উভয় ট্রাক চালক।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানান, আজ ভোর সাড়ে ৫টার সময়ে মহাসড়কের শিমরাইলের চট্টগ্রামগামী লেনের রিনালয় সিএনজি পাম্পের সামনে একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-ট ১৪-৫৮৯১) বিকল হয়ে যান। পরে বিকলের গাড়িটি ঠিক করার জন্যে ওই গাড়ির চালক ও স্ট্যান্ডের আরেকজন চালক কাজ করে যাচ্ছিলো। এমতাবস্থায় অল্প কিছুক্ষণের মধ্যে দ্রুত গতির অপর আরেকটি ট্রাক এসে থেমে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভোরেই আমাদের পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিবার এখন আমার সামনেই রয়েছে, কথা বলছি উনাদের সাথে। এ ঘটনার ঘাতক ট্রাকচালক মো. রুবেলকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Islam's Group