News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

স্ত্রীকে হত্যা করে পালিয়ে থাকা রুবেল গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৯:১৯ পিএম স্ত্রীকে হত্যা করে পালিয়ে থাকা রুবেল গ্রেফতার

মুন্সিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে তিন সন্তান নিয়ে পালিয়া যাওয়া ঘাতক স্বামী রুবেল লস্কর (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 


বুধবার ১৬ এপ্রিল মাদারীপুরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে হতে তাকে গ্রেফতার করা হয়। এদিন রাতে র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজন অনাবিল ইমাম  বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি রুবেল মাদারীপুরের রাজৈরের কদমবাড়ি এলাকার ফজল লস্করের ছেলে।

হত্যার শিকার হওয়া স্ত্রীর নাম মাহমুদা বেগম (৩৮) মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ২ এপ্রিল থেকে আসামি, তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে টংগিবাড়ির বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার হানিফ মালের ভাড়াটিয়া হিসাবে উঠে। উক্ত বাসায় উঠার পর হতে প্রতিনিয়ত পারিবারিক ঝামেলা হচ্ছিল স্বামী-স্ত্রীর মধ্যে। ঝগড়া হলেই স্ত্রী মাহমুদা বেগমকে মারধর করে যাচ্ছিল স্বামী রুবেল। যা নিহত স্ত্রী তার পিতাকে একাধিক বার মুঠোফোনের মাধ্যমে জানিয়েছেন। পূর্বের মতো ৬ এপ্রিলও স্ত্রীকে বেধড়ক মারধর তাকে হত্যা করে ঘাতক স্বামী। হত্যার পর মৃতদের রেখে তাদের তিন সন্তানকে নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের পিতা কারী গাউছ ঘরামী (৬২) বাদী হয়ে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানায় মেয়ের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করান। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টগিবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Islam's Group