News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টাকার খনি নিতাইগঞ্জ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১২:১৫ এএম টাকার খনি নিতাইগঞ্জ

আওয়ামী লীগ আমলে আজমেরী ওসমানের ৪ খলিফা আনু, পলাশ, হোসেন ও রিপন প্রকাশ্যে চাঁদা তুলেছে নারায়ণগঞ্জের বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড থেকে। জেলা ট্রাক, ট্যাঙ্কলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নামে ভুয়া ভাউচার দিয়ে তারা হাতিয়ে নেন কোটি কোটি টাকা। পণ্যবাহী ট্রাক থেকে আদায় করা এই চাঁদা শ্রমিকদের কল্যাণে ব্যবহার করার কথা ছিলো। কিন্তু গত ৫ আগষ্ট আওয়ামীলীগের পতন হলে আজমেরী ওসমানের সাথে এই ৪ চাঁদাবাজ সব টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর কয়েক মাস টানা বন্ধ ছিলো এখানকার চাঁদাবাজি। তবে এখন ইউনিয়ন ট্রান্সপোর্ট এজেন্সির ভাউচার দিয়ে আবারো নতুন করে চাঁদাবজি শুরু হয়েছে নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ডে।

সাধারণ ট্রাক চালক ও শ্রমিকরা জানান, শহরের কয়েকজন বিএনপি ক্যাডারদের উপর ভর করে আবারো চাঁদাবাজি শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রমজানে দিনে ও রাতে দুই বেলা পণ্যবোঝাই প্রতিটি ট্রাক থেকে ইউনিয়ন ট্রান্সপোর্ট এজেন্সির ভাউচার দিয়ে ৭৫০ থেকে ৮৫০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছে।

বেশ কয়েকজন শ্রমিক নেতা এ বিষয়ে বলেন, ২০০৪ সালের পর নিতাইগঞ্জ শ্রমিক ইউনিয়নে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাই বিভিন্ন রাজনৈতিক দলের মদদপুষ্ট চাঁদাবাজরা খুব সহজে এই সংগঠনটি দখল করে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং এখনো নিচ্ছে। আমরা চাই এখানে প্রকৃতি শ্রমিকদের নিয়ে একটি নির্বাচন। এর মাধ্যমেই একমাত্র এই চাঁদাবাজি ও শ্রমিকের রক্তচোষা বন্ধ হবে।

Islam's Group