News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৭:১৫ পিএম ফতুল্লায় যুবককে গুলি করে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনার জের ধরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় আসামি জুবায়ের আহমেদ (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ ঘাট এলাকা থেকে আসামি জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামি জুবায়ের আহমেদ বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার জুয়েলের ছেলে।

র‌্যাব জানায়, চলতি বছরের ৩১ মার্চ ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে গুলিতে গুরুত্বর আহত হন পাভেল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে। ৩০ মার্চ সন্ধ্যায় ইফতারের পর চুল কাটানোর জন্য বের হন পাভেল। পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে। কিন্তু কেউ কথা না বলে কলটি কেটে দেয়। পরদিন ভোর ৬টার দিকে ভিকটিমের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় তিনি ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন।

এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় গত ৩১ মার্চ কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের মা নূরী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। 

Islam's Group