হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল বলেছেন, চারুকলা মানে হলো চরিত্র হরণ করার কার্যালয়। আমি সত্য কথা বলছি যত জায়গায় চারুকলা আছে এসব জায়গায় চরিত্র হরণ হয়ে যায়। নারী-পুরুষের অবাধ মেলামেশা হয় সেখানে। এমন একটা প্রতিষ্ঠান দিয়ে গেছে আমাদের মসজিদের পাশে। চার-পাঁচটা মসজিদের মাঝখানে। তিনি বিশাল কিছু করে গেছেন নারায়ণগঞ্জবাসীর জন্য!
শুক্রবার ২৮ মার্চ জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল বলেন, মৌলবাদী বলে গালি দিলে আমরা নারাজ হই না। কারণ মূল শব্দের সাথে সম্পৃক্ত যারা তাদেরকেই মৌলবাদী বলে। আমরা তো বাস্তবেই ইসলামের সাথে আল্লাহপাকের সাথে মৌলের সাথে সম্পৃক্ত। এমন একটা শব্দ আমাদের দেশে উৎপাদন করে রেখে গেছে ধর্মীয় কিছু চেতনাবোদ কিছু বললেই জঙ্গী কায়দায় চলে আসে। জঙ্গী শব্দ চলে আসে মৌলবাদ শব্দ চলে আসে।
তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী করে তাদের জঙ্গী বলা হয়। মুসলিম সম্প্রদায় জিহাদ করবে তারা মুজাহিদ হবে তারা শহীদ হবে গাজী হবে তাদের নামের সাথে জঙ্গী ব্যবহার করা সমুচিন নয়। আমাদের ভাইদের ভারতে বিভিন্নভাবে মারধর করছে আমরা সামান্য কিছু অজুহাত আসলেই আমাদের নামে সব অপকর্ম ছড়িয়ে দেয়া হয়।
আব্দুল আউয়াল বলেন, এখন ভারতে ওয়াকফ আইন বাতিল করেছে মুসলিমদের সম্পত্তি তারা অপহরণ করার একটা কৌশল তারা তৈরি করছে। মুসলমানদের উপড়ে নির্যাতন করার একটা কৌশল তৈরি করছে। আমরা এখন হিন্দুয়ানি কালচারের সাথে পহেলা বৈশাখের মধ্যে মিশে গেছে। আমরা এখন মূর্তি দিয়ে শুরু করছি। আমরা আমাদেল মূলকে ভুলে গেছি।
আপনার মতামত লিখুন :