News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যুবককে গুলি করে হত্যা, প্রধান আসামি বাবু গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৫:১১ পিএম যুবককে গুলি করে হত্যা, প্রধান আসামি বাবু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় প্রধান ও এজাহারভুক্ত ১নং আসামি মায়সার আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ১৮ এপ্রিল বরিশাল জেলার সদর থানাধীন কাশীপুর এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-৮ এর যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মায়সার আহমেদ বাবু (২৯) ফতুল্লার কাশীপুর মধ্যমপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের পুত্র।

১৯ এপ্রিল দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, গত ৩১ মার্চ ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে পাভেল মারা যায়। নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে। এই ঘটনায় নিহতের মা নূরী বেগম  বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-১১ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মায়সার আহমেদ বাবু (২৯) পাভেল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই নিয়ে নৃশংস এই হত্যার সাথে জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামি মায়সার আহমেদ বাবুকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Islam's Group