গত ১৬ এপ্রিল ২০২৫ ইং আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা অসত্য,ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আমি প্রফেসর শওকত আকবর রৌশন আনোয়ার ফাউন্ডেশনের একজন পরিচালক । আমি আদমজী হাই স্কুলের ছাত্র ছিলাম । স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ছিল মতি। তিনি আমার পূর্ব পরিচিত নন। ৬ শত টাকা এন্ট্রি ফি দিয়ে ৩ হাজার ছাত্র ছাত্রী সাথে সুবর্ণ গ্রাম মিলন মেলা হয়। বন্ধুদের সাথে ছবি ছিল তা এডিট করে শুধু মতির আর আমার ছবি রাখা হয়েছে।
তিনি বলেন, আমি মালিবাগ কেরমতিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কিমিটির ২ বার সভাপতি থাকাবস্থায় রাজনৈতিক শিষ্টাচার অনুযায়ী তখনকার নির্বাচিত জন প্রতিনিধিদের স্কুলের অনুষ্ঠানে দাওয়াত করতে হয়। স্কুলের মাঠে ( ছবির পিছনে স্কুলের ব্যানার আছে ) অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়ন মতবিনিময় সভা করি। আমি সভাপতি হিসেবে বক্তব্য রাখি ।
সবার ছবি বাদ দিয়ে এডিট করা আমার সাথে এমএ রশিদ ও আ: সালাম এর ছবিটি রাখা হয়। একটি স্পোর্টস অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজীর সঙ্গে আমার ছবিটি রাখা হয়। অন্য একটি ছবি আমার ছোট বোনের মেয়ের বিয়েতে যাই সেখানে বর পক্ষের অতিথিদের সাথে খাবার টেবিলে বিয়ের অনুষ্ঠানের ছবি উঠে।
বটতলার মঞ্জু ও মালিবাগের জোসনা ১ বছর পূর্বে সম্পূর্ণ মূল্য বুঝে নিয়ে আমার ভাইকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে। চুরি ডাকাতি মাদক বিষয়ে আমি সর্বদা প্রতিবাদী ও সোচ্চার হওয়াতে ওই মাদক কারবারিরা নিজেদের অপকর্ম ঢাকতেই মিথ্যা গল্প সাজিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিষয়টি কাল্পনিক।
আমি আমার পরিবার সামাজিক কল্যাণে যুক্ত থাকায় একজন শিক্ষক, সমাজকর্মী ও অরাজনৈতিক ব্যক্তি হিসেবে আমাকে অনেক সামাজিক পারিবারিক অনুষ্ঠানে যেতে হয়। তাতে সমাজের জনপ্রতিনিধি সমসাময়িক ব্যক্তিবর্গের সাথে ছবি উঠে থাকতে পারে ইহাকে মিথ্যা গল্প সাজিয়ে সমাজের কিছু দুস্কৃতি লোক আমার ও আমার পরিবারকে হেয় করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যাতে আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি। আমি এই মিথ্যা ও অসত্য সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।
আপনার মতামত লিখুন :