News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেয়ার দাবিতে লিংক রোড অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৬:৩৪ পিএম ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেয়ার দাবিতে লিংক রোড অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে ট্রাক স্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিভিন্ন কারখানার শ্রমিক ও স্থানীয়রা।

রবিবার ২০ এপ্রিল দুপুরে ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে আবাসিক ও শিল্প এলাকার সামনে ট্রাক স্ট্যান্ড নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এখানে ট্রাক স্ট্যান্ড করা হলে বহিরাগতদের আড্ডা ও মাদকের আখড়া গড়ে উঠবে। এতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার শ্রমিকের  চলাচলে বিঘ্ন ঘটবে।  এমন অবস্থায় এই স্থানে ট্রাক স্ট্যান্ড না করতে জেলা প্রশাসকের প্রতি দাবি জানান তারা। 

প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ শেষে মানববন্ধনের আয়োজকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

এই বিষয়ে জেলা প্রশাসক জানান, শহরের যানজট নিরসন ও যত্রতত্র পার্কিং বন্ধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগ ছোট বড় বিভিন্ন আকারের যানবাহন পার্কিংয়ের জন্য চারটি স্ট্যান্ড নির্মাণ কাজ করছে। আমরা চেষ্টা করবো এখানে যেন মাদকের আড্ডা বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন না ঘটে।

Islam's Group