News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় শ্রেণি নারায়ণগঞ্জকে সবাই সাজাতে চায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৯:৪৫ পিএম দ্বিতীয় শ্রেণি নারায়ণগঞ্জকে সবাই সাজাতে চায়

রাজস্ব প্রদানে চট্টগ্রামের পরেই নারায়ণগঞ্জের অবস্থান হলেও জেলা হিসেবে নারায়ণগঞ্জ এখনো দ্বিতীয় শ্রেণিতে রয়েছে। বিগত ও এখনো নারায়ণগঞ্জকে প্রথম বা বিশেষ শ্রেণির জেলায় উন্নত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন। দ্বিতীয় শ্রেণি জেলা নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি, নতুন বউ ও দায়িত্ব নিতে চান বিগত ১৬ বছরের ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বর্তমান বিএনপি শীর্ষ নেতারা। বিগত আওয়ামী লীগ সরকার আমলে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও মেয়ররা নারায়ণগঞ্জ সাজিয়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু তারাই এখন দেশ ছেড়ে নিজেরা সাজতে ব্যস্ত হয়ে পড়েছে।

নারায়ণগঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। তিনটি ফাস্ট ট্রাকসহ ৪৬টি ছোট বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আড়াইহাজারে একটা স্পেশাল ইকোনমিক জোন, যেটাতে জাপান বিনিয়োগ করছে। রূপগঞ্জের পূর্বাচল একটি স্মার্ট সিটি হবে। সেই সঙ্গে নারায়ণগঞ্জ শহরকে আমরা স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই। ২০২২ সালের ১০ অক্টোবর বন্দর-সদর গোগনগরে তৃতীয় শীতলক্ষ্যা সেতু ও ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি রূপগঞ্জে পাতাল মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনকালে বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামীলীগ বিহীন বর্তমান সময়ে নারায়ণগঞ্জে দায়িত্ব নিতে চান জেলা বিএনপি আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদ। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনের ইঙ্গিত দিয়ে বলেছেন, বিগত আমলে নারায়ণগঞ্জ উন্নত হয়নি বরং সাবেক এমপি চাপাবাজি করেছেন। আগামীতে বিএনপি ক্ষমতা আসলে নারায়ণগঞ্জের দায়িত্ব নিতে চাই।

নারায়ণগঞ্জ জেলাকে প্রথম শ্রেণি উন্নত করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেছেন, আমরা নতুন নারায়ণগঞ্জ গড়ার স্বপ্ন দেখি। আমরা সন্ত্রাস ও যানজট মুক্ত নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি। আমি আশা করি আমরা সকলে একসাথে মিলে এ স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো।

অন্যদিকে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ শ্রেণির মর্যাদায় উন্নিতকরণ এবং  রাজউকের পরিবর্তে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন। গত ৩ ফেব্রুয়ারি সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  নূরউদ্দিন আহমেদ’র নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে ওই স্মারকলিপি প্রদান করা হয়। ওই স্মারকলিপি’র ৮ নম্বরে নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ শ্রেণির মর্যাদায় উন্নিত করা (উল্লেখ্য, গাজীপুর জেলাটি ০৫টি থানা নিয়ে গঠিত হওয়ার পরেও তারা বিশেষ শ্রেণির মর্যাদা ভোগ করছে। তাহলে নারায়ণগঞ্জ নয় কেন?)। ৯ নম্বরে ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ’ এর পরিবর্তে নারায়ণগঞ্জের উন্নয়নে “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ” গঠন করার দাবি জানানো হয়।

Islam's Group