News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
ড. ইউনুসের উদ্দেশ্যে জুনায়েদ আল হাবিব

আমরা আপনার দিকে ফু দিলে আপনি টিকবেন না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৬:১০ পিএম আমরা আপনার দিকে ফু দিলে আপনি টিকবেন না

হেফাজতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেছে, কিছুদিন আগে ড. ইউনুস আমাদের সাথে আদালতে হাজিরা দিয়েছেন। আজকে তাকে পুলিশ বেষ্টনিতে পাহারা দেয়া হয়। আমরাই আপনাকে এখানে পৌঁছে দিয়েছি। আপনাকে সেখানে পৌঁছে দিতে ২হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে। লড়াই মাঠে ময়দানে আমরা করেছি। পরিস্কার ভাষায় বলতে চাই এমন ফু আমরা জানি ৩ তারিখে পর আপনাকে ইদুর বানিয়ে ছেড়ে দেওয়া হবে। ৩ তারিখ পর্যন্ত  সময় আপনি কি করবেন করে ফেলেন। আমরা সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা আপনার দিকে হয়ে ফু দিলে আপনি টিকবেন না। সুতরাং বাংলাদেশে কোরআনের বিরোধীতা করে তসলিমা নাসরিন টিকতে পারে নাই। আজকের কমিশনও টিকতে পারবে না। একটা একটা করে মাটির নিচ থেকে ধরে এনে তাদের চামড়া তুলে ফেলা হবে। শেষ কথা আপনাদের থেকে জানতে চাই তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলনে মানিক মিয়া এভিনিউতে ২৫০ বাস নিয়ে নারায়ণগঞ্জ থেকে মানুষ যোগ দিয়েছে। আপনারা সেই নজির আবারো সৃষ্টি করতে তৈরি আছেন কিনা?  

শুক্রবার চাষাঢ়ায় গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামী বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব  মাওলানা মমিনুল হক।

সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মনির হোসেন কাশেমী বলেন, নারায়ণগঞ্জে আমাদের মাঝে কোন ভেদাভেদ থাকবে না। ৩ তারিখে ঐক্যবদ্ধ হয়ে লম্বা লম্বা মিছিল নিয়ে যাবো।

Islam's Group